আধার আলোয় আকাশের তারায়
চলো হারিয়ে যাই অজানায়
নির্ঘুম রাতের সকল কষ্ট
চলো উড়িয়ে দেই পাখির ডানায়
চলো আকি আমাদের স্বপ্ন  নীলরঙা ফ্রেমে
সময়টা যেন যায় থেমে
বাচি দুজনে সেই থেমে যাওয়া সময়টায়
হারিয়ে যাওয়ার ভয় মন কে কাতরায়
চলো হাটি দুজনে
কোনো এক পথে নির্জনে
নরম হাতটি ধরে হাটবো
সবটুকু পথ রেখে পিছনে
তুমি বললে এনে দিব মেঘে ধাকা ঘর
বানিয়ে দিব তার চারিপাশে বিশাল শহর
সেই শহরে বাজবে মধুর সুর
মধুর সুরে চলতে চাই আমি তোমার সাথে বহুদুর
চাই না আমি শেষ হোক আমাদের চলার পথ
শত
বাচতে চাই তোমার সাথে জীবন আছে যত
তোমার জন্যে করে দিতে পারি মাথা আমি নত
থেকে যাব আজীবন তোমারি কাছে
এই কবিতার মত