শীতের সকাল বেলা ড্রইং খাতাটা
ছুঁড়ে ফেলে দিয়ে মন চলে যেত
খেলার দিকে সেদিনও বুঝিনি
মিছেমিছি রান্নাবাটি খেলাটা আজ
বড় হয়ে খেলতে হবে বাস্তব জীবনে


লুকোচুরি পুতুলের বিয়ে সারি-সারি
স্বপ্নস্মৃতি সুতোর টানে কখনো
এদিক আবার কখনো ওদিক


লালপেড়ে শাড়ি পরে ফুলের সাজে
আজ আমারই জীবনে তারই সুর বাজে


খেলাধুলো-ছুটোছুটি আনমনা মনে
বাস্তবে আজ সবই এক
এক ও অদ্বিতীয় এ জীবনে..