অজস্র মানুষের ভিড়ে ধাক্কা খেতে খেতে
অবশেষে পথ পেয়ে হারিয়েছি পথ
যে পথের পথে ছিল অপেক্ষা করে
হাজার হাজার গঞ্জনা আমার জন্য
কেউ নেয়নি কুড়িয়েছি আমি
তাই আমি ধন্য....


মানুষ মেরেছে কুড়াল ছুড়েছে বাণ
তীক্ষ্ণ এ শরীর হয়েছে ক্ষান-ক্ষান
কাঁচালঙ্কার বীচি গোলমরিচের
জ্বালায় চোখে লেগেছে ধোঁয়া
বিষ ঢেলেছি গলায়...


আজও সে পথ অক্ষত রেখে
হেটে চলেছি আমি
সঙ্গ কারোর পাইনি তবু আছে
অনেক কিছু দামি...
সমালোচনা-ঈর্ষা-কুনজর-গঞ্জনা
এখনো বাকি আছে অনেক পথ চলা
তাই... তাই বলি আমি ওগো সদ্‌জনা
সবুর করো একটুখানি আছে অনেক কিছু বলা...