সেলফোনটা বেজে উঠতেই ধরতে
গিয়ে ভিম্‌রুলের আজীবন কান্নার
আওয়াজ শুনতে পেলাম
হ্যালো বলার সাহস খুঁইয়ে
কঠোর রৌদ্রতাপে সিকিয়ে
নিলাম শরীর-মন অপরাজিতের
নীল রং শিউলির সাদাতে
এক অপরূপ ধরিত্রি বাতাসে
মন-প্রাণ বেঁচে ছিল যে আবেগে
তা ছিঁড়ে পড়ল তুমি ডাকলে বলে


বুঝেছিলাম তুমি আজ নিঃস্ব হয়ে
অনুশোচনার যন্ত্রনায় পুড়ে
ডাকছো আমাকে বেঁচে থাকার
বিষপান করে অভিশাপিনী জীবন
বাঁচিয়ে রেখেছ আমাকে আর আজ তা
হোল আরও দুর্বিসহ তুমি ডাকলে বলে


কাঁকড়ার কামড়ে আজ শরীর ক্ষত-বিক্ষত
জীবন-যৌবনের স্বাদ আজও মেটেনি
রয়েছে অক্ষত... বাসনা তোমায় দেখব বলে
আর তখনই তুমি ডাকলে বলে....!