অতীতের তাজা স্মৃতি বুকে বিঁধে ছিড়ে
যায় লোহার আঘাতে চোখের রক্ত
বুকের জলে ম্লান হয় ভবিষ্যৎ সংঙ্গাহীন
চেতনার আলোকে বারেবারে
ঘোরে-ফেরে বর্তমান


দিন-দিনান্ত বেদ-বেদান্ত হীরের
টুকরোর মত জ্বলছে অতীত
প্রণয় খুন কাঁচা ভাষায় গালাগালি
রাতের অন্ধকারকেও দিচ্ছে
লজ্জা সবুরের মিঠে ফল কালসাপ
হয়ে ধরা দিচ্ছে জীবনে আর
জীবন অতীত-বর্তমান-ভবিষ্যতের
কালচক্রে এগিয়ে চলছে সাবধান
ভয় হয় রাশি-রাশি পুঞ্জ-পুঞ্জ
স্মৃতি তুমি বুকে বেঁধে ঘুরছো
ফ্রেম নিয়ে কালের কাল-ত্রিকাল
অকালে বেকার যত দিনকাল...!