পৃথিবীর বুক জুড়ে বিস্তৃত, ছড়ানো বৃক্ষ-তৃণ-চারা,
কোরো না তাদের কোণঠাসা, কোরো না হাতছাড়া।
মাতৃভূমির কোলে, সন্তানসম তাদের বাসা আর......
কত আনন্দ, কত দুঃখ জড়ানো আছে সুখস্মৃতি তার।
ভেঙে-চুড়ে করছ তাদের নিঃস্ব তুমি আজ,
মার থেকে সন্তানকে বিচ্ছিন্ন করাই কি তোমার কাজ?
জানবে তবে ভুল করছ, ভুল করছ তোমরা...!
এ কাজে জানাই ধিক্কার...! নয় তো মানুষের চামরা...
বিশ্বজয়ের পেছনে দেখ, বাজছে রণধ্বনি,
জগৎ ধ্বংসের হুঙ্কার দিচ্ছে, বুঝতে পারছো কি তুমি?
ছিনিয়ে করেছ নিঃস্ব তবো, নিঃস্ব এই পৃথিবীকে....
লাজ-লজ্জা-বিবেচনা কি ছুঁচচ্ছে না তোমাকে?
প্রশ্ন উঠছে, প্রশ্ন যে তাই আগামী প্রজন্মের...?
করেছ একি বড়রা তোমরা, কেমনে বাঁচাই নিজেদের?...
এ প্রশ্নের মুখোমুখি হতে পাচ্ছো কেন ভয়....!
মানুষ হয়ে মানুষকে বাচাঁও...এতেই তোমার জয়....।।