চাঁদনির চঞ্চল নয়ন, সর্পিল কোমরে দৃষ্টি
আকর্ষনকারী পশুর দল গলদেশের কফ্‌
তুলে ছিটিয়ে চেটে নেয় অঙ্গ থেকে
ষড়রিপুর প্রবল চাহিদা তুলে এনে
ফেলেছে কাঁটার বুকে, সিরসিরে পায়
আলতো ছোঁয়ায় ঘরবন্দী করে ছিঁড়ে
খাবে রাতের চাঁদনি আলোয় চাঁদনির
নরম শরীর... মুক্ত হতে চাওয়া, পাখির
মত গান গাওয়া, হাওয়ার তালে শরীর
দুলে চলা, বাঘের থাবা তালাচাবি ভাঙ্গতে
চায়, মুক্ত হতে চায়, তবু পাবে কী সে মুক্তি?
যুক্তি হাজার রয়েছে তবু, নেই তো কোন শক্তি..!