সজনে ডালে চড়ুই পাখি কিচির-মিচির করে
সুযোগ পেলে দুপুর বেলা কড়িকাঠে চড়ে
ছোট্ট দেহে উড়ে চলে, কী যে কথা কয়
সারাদিনের শেষে তারা বট্‌গাছে যে রয়
চিকন কন্ঠে বলে কথা শুনতে লাগে ভারি
বাদলা দিনে পাই না দেখা মনটা ভীষন ভারি
চুপি-চুপি এসে খেয়ে যায় ছড়ান চাল ভাজা
নিত্য-নতুন খাবার দিতে লাগে ভারি মজা
বসে-বসে আড়াল করে দেখতে কী যে সুখ
মনটা যেন ওঠে ভরে ভোলায় সর্বদুখ
দিনের শেষে বাতাসেতে গা ভাসিয়ে দিয়ে
চলেছে উড়ে ক্লান্ত চড়ুই ফিরবে বাড়ি গিয়ে