মলিন আকাশে ভাসে জ্বলন্ত শুক্‌তারা।
পূর্নচন্দ্রমার আলোয় শূন্যে ভাসে কারা?
এলোমেলো সাদা মেঘ ছুটে চলে যায়,
বেদনার হাসি মাখা পাখি গান গায়।
কলোকলো ধ্বনি ওঠে দূর সীমানাতে,
মলিনতা চলে যায় পূর্নিমার রাতে।
সুমধুর বাতাসেতে মন ওঠে ভরে,
চলো যাই, ভেসে যাই, পক্ষীরাজে চড়ে।
থরোথরো পাতা কাঁপে আগাম জানান..,
রাতপরী করে ওঠে স্নিগ্ধতার স্নান।
ফুলের রেনুকা পড়ে আঙিনার মাঝে,
শুকতারা মিটিমিটি যেন হাসে সাঁঝে।
চলে যায়, শেষ হয় রাতের দিগন্ত,
মনে খালি বেজে ওঠে...নাই,নাই অন্ত।।