দুটো ভাত দিবি মা... ভাতের কাঙাল
ভিক্ষিরিগুলি বাড়িতে ঢুকে পড়ে.... পায়
না খেতে, খাওয়া-পরার বাসনা নিয়ে
বাড়ি-বাড়ি, পথে-ঘাটে ছোট শিশু কোলে
অথবা ল্যাংড়া স্বামীকে নিয়ে ঘুরে চলেছে


কখন পরিত্যক্তা স্ত্রী বা পরিত্যক্তা বাবা-মা
বেদনার সাজি বুকে চেপে ঘুরে বেড়ায়
পথে-ঘাটে, বাড়ি-বাড়ি... তবু পায় কী
তার মূল্য পায় না দুটো ভাত!
খালি পেটে জরাজীর্নতায় বনের পাখিরাও
ঘুরে-ঘুরে খায় ফল, রাস্তার কুকুরগুলিও
পায় পথে-ঘাটে, বাড়ির আনাচে-কানাচের
দুটো ভাত... কিন্তু পায় না তারা দুটো ভাত
...তবু বলে চলে বাড়ি-বাড়ি, পথে-ঘাটে
দুটো ভাত দিবি মা......?!