নষ্ট মেয়ের নষ্ট হওয়ার কথা
হয়েছে চাউর পাড়ায় বেরিয়েছে
মাইক হাকিম মশাই হেঁকেছেন
আলুনি খাবার স্বাদে-গন্ধে হয়েছে
ভরপুর তেতো হয়েছে মিষ্টি নষ্ট
মেয়ের নষ্টের কাহিনী লাগেনি কারোর কষ্ট


দড়ি জোটে না বিষ জোটে না মরণ
জোটে না তবু জোটে লাঞ্ছনা অপমান
ধিক্কার উকিল জোটে না আদালত
জোটে না টাকা জোটে না কেস্‌ করবার


সমাজের অঙ্গুলি আজ জুটেছে তার
কপালে জোটে না মরণ
লোহার কালো শেকলে


দুর্গন্ধ শকুনের গায়ের গন্ধ আজও
তার জীবনে বিশ্বাসের মর্যাদা হানি
নিঃসঙ্গ এ ভুবনে- বাঁচতে দাও
বাঁচতে দাও বাঁচতে দাও হে সমাজ
রোগমুক্ত করো তাকে সরাও
এ কুটিল বিশ্বের নোংরা কাজ....!