কবি হয়ে কবিতা লিখে চাই নাম করতে
স্বপ্নের জাদুকাঠি ধরতে কেবল চাই
নামি-দামি কবিদের স্বীকৃতি না পেলেও
একবিন্দু ধরতে চাই আকাশের চাঁদকে
শরতের মনোরম ছোঁয়া শীতের গরম
আবেশ শরীরে আঁকরে ধরে চলতে নেই
দোষ, তবু যদি দোষ বল তুমি
তবে আমি বলব- আমি বলব গুণ
আছে সবার তবে দোষ আছে কজনার
চিন্তামণির চিন্তার আলোকে ম্লান করে
আমি সুদুর পথ হাঁটতে চাই স্নান করে


কবি হয়ে কবিতা লিখে চাই নাম করতে
তাই কিনে রেখেছি রায়জাদা পোশাক
তাই ভেবে রেখেছি ছদ্মনাম আর
অতি অবশ্যই কবিতার খাতা...।