সাবধান-সাবধান বলে ওঠে কারা
স্তব্ধতাকে ফাঁকি দেয় শব্দের সাড়া
কালো গগণে সাদা চাঁদে উঁকি-ঝুকি কার
তবে কী এলো কেউ হবে কার হার
নিঃঝুম-নিশুথী রাতে প্যাঁচার ডাকে
সরিয়েছে বেদনা-ব্যথা লাখে-লাখে
চুপিসারে চুপকথা বলে চলে কারা
স্তব্ধতাকে ফাঁকি দিল শব্দের সাড়া...!