নীরবতা আসে-যায়
জীবনের আঙিনায়,
বহু সাধ রয়ে যায়
হয় না পূরণ।
লাখ-লাখ মানুষের
ভাগ্যের ঠিকানায়,
খুঁজে চলা প্রশ্নের
থাকে না কারন।
বসে থাকি একেলা
বিষন্ন এক বেলা,
নিস্তব্ধে চলা
মনে পড়ে যায়।
সবুজের স্মৃতিতে
উতলা এ মনে,
নিস্তব্ধ-নীরবতায়
জীবন কেটে যায়।।