কুলুকুলু জলে ছাপিয়ে ওঠে গর্জে নদীর বাণ
আলো-আধারের ছবি ফুঁটে ওঠে চারিদিক শুনশান
স্বচ্ছ জলে স্নিগ্ধ মাখা চাঁদের হাসির ডাক
কালো মেঘকে সরিয়ে রেখে দিচ্ছে চোখে তাক
সবুজ সারির মাথায় জড়ানো শুভ্র বসনখানা
লাগছে ভারি বলছে আখি দেখতে নেই তো মানা
শ্বেত-কাঁকরের মাঝে চলেছে স্বচ্ছ নদীর জল
চাঁদের আলোয় লাগছে মতি করছে ঝলমল্‌
বইঠা বাওয়া মাঝির গানে পাচ্ছে সুখ মন
বাতাসের গান কানে ভাসে ঐ গাইছে শন্‌শন্‌
চাঁদের আলোয় সেজেছে নদী মেতেছে তার রূপ
মুগ্ধ শরীর মুগ্ধ নেত্রে দাঁড়িয়ে রয়েছি চুপ
শীতল বাতাস প্রাণে জাগায় সেজে ওঠার নেশা
মূক প্রকৃতি পেয়েছে যেন বলে চলার ভাষা।