সিগ্‌নালের পাশে বসে অসহায়া মা
ক্ষুধার্ত শিশুর যন্ত্রনায় টুটি-টিপে ধরে
আয়োডাইস নুন খাইয়ে মারে, কিন্তু নেই
নুন বা নুন কেনার পয়সা


হিমে শীতল কলকাতার নির্জন প্রহর
রাস্তা, তবু মরে বাঁচে না শিশুটা
অসহায়া মা শুধু তাকিয়ে থাকে তার
মুখের দিকে, জন্মদায়িনী-জননী
চায় শুধু ভিক্ষা নুনটুকু
কালো-কাপড় জড়ানো যমমৃত্যুপুরী
হয়ত এখনও সহৃদয় হয়নি
যমুনা তবে যমকে বারণ করেছে
ভাই-বোনের সম্পর্ক সেখানে মধুর
তবু অসহায়া মা ক্ষুধার্ত শিশুর টুটি-টিপে
ধরে যন্ত্রনায়, যেখানে অপেক্ষা করেও পাওয়া যায়
না একবিন্দু নুন!