পিছুটান ফেলে আসা গন্ধহীন স্মৃতিগুলো
কেবলই লেখার জগতে খুঁজে মরে আকাঙ্খা
বালুয়াড়ি বালিয়াড়ি চোরাবালির অতল
গহ্বরে পেশার নেশা বাধা পেলেও
আটকা পরে মরে না মাটি-কাদা
রঙের তুলি কলমের কালি কাগজে
দাগ কেটে যাওয়া ইচ্ছেপরীর আশা
বাধা সুখপরী মেয়ে কাটাতে পারে না
সময় করে না মনচুরি যাবতীয় ফেলে
আসা তাপ্তি মারা কালো মাথা কালো
চোখ আর সোহাগের যন্ত্রনা কালো
হয়ে ছাপিয়ে আসা লেখার ইচ্ছেটা
কুড়ে-কুড়ে মন খায় হাত কামড়ায়
কল্পনায় সোহাগ করে....তবুও
লেখার নেশা পাগল করে!