প্রান্তিকের স্বপ্ন ছিল গাইবে সে গান,
হয়নি তার আজও শেখা সুর-লয়-তান।
কিনেছিল হারমোনিয়াম, তবলা ও সেতার,
সঙ্গে ছিল গানের বই, শিক্ষক ও বেতার।
গান শুনে, গান শিখে গাইবে সে গান,
সুখস্বপ্ন ভেঙে গেল, হারাল তার মান।
সে আজ চাকুরিজীবী সরকারি দপ্তরে,
আজও তার স্বপ্ন জাগে গানের আসরে।
বেকার পড়ে তবলা, সেতার ও হারমোনিয়াম,
শখ্‌ হয় তবু পায় না সময়, নেই তাদের দাম!
তবুও সময় বের করে, যদি সে গাইত গান...,
দিত তাদের মূল্য আর রাখত তাদের মান।
সুরে সুর মিলিয়ে, বাঁধত যদি সুর,
স্বপ্নগুলো এভাবে তবে, হতো না ভাংচুর!