অচেনা-অজানা মুখের সারির আড়ালে
সমালোচনার কাড়াকাড়ি অদ্ভূত ভারি
জীবনের মানে বলে যায় কেউ কানে-কানে
বেনামি চিঠির ভুলে থাকা স্মৃতি মস্ত
বড় শহরের মস্ত বাড়ির দমবাধা পরিবেশ
আটকা পড়ে শিশুর চিৎকার গলা টিপে
রুদ্ধশ্বাস ছুটে চলা জীবন ক্যানভাস
হাতড়ে বেড়ায় সবুজের ছোঁয়া
সাদা-শুভ্রের ছোঁয়া প্রাণের ছোঁয়া
কালো ধোঁয়া কালো কালি
কালিমালিপ্ত জীবনের বাণী মুখচোরা
অন্ধকারে আশ্রয় খোঁজে লুকিয়ে থাকার
বারে-বারে হাওয়া বদলের সাথে মেঘগুলি
পাড়ি দিয়ে স্বপ্নের বাড়ি বানায়
নুড়ি-পাথর দিয়ে....