তুমি চলে গেলে কিন্তু বলে গেলে না কবে
আসবে, সবেমাত্র সন্ধ্যামালতি সন্ধ্যার গোধূলি
লগ্নে ফুঁটতে শুরু করেছে, ক্লান্ত পাখিরাও
দিশাহীনভাবে উড়ে চলেছে বাসায়
গাছের শাখা থেকে অনেক পাতা ঝড়ে
গেছে, চৈত্রের বাতাস থম্‌কে দাঁড়িয়ে
তুমি আবার কবে আসবে হাতটা বাড়িয়ে
কেবলই ডাকছে আমার হৃদয়।


শুধু একটাই প্রার্থনা শীতের সময়
নলেন গুড়ের সন্দেশ খেতে এসো
বর্ষার সময় ইলিশ পাতুরি
আর গ্রীষ্মের সময় পাকা আম
জানি ভালোলাগা বদলে যায়
সময়ের সাথে, কিন্তু ভালোবাসা
মায়ার বাঁধন দৃঢ়মুষ্টিতে আষ্ঠে-পৃষ্ঠে
জড়িয়ে ধরলে পারবে না তাকে এড়াতে


শুধু একটাই প্রার্থনা দোলে এসো
তোমার নরম গালে গরম শরীরে
দেবো একটু আবীরের ছোঁয়া
নববর্ষে এসো নতুন জামা-কাপড়ের
গন্ধ শোকার কাঙাল বাসনা নিয়ে
আর দুর্গাপূজাতে অতি-অব্যশই
এসো চিরবাঙালীর মনের কামনা
হয়ে ধরা দিয়ো ঐ চারটে দিন
বির্সজনে তুমি চলে যেও,শুধু থাকবে নীলকন্ঠ পাখির ছায়া...!