তবু চলে যায় সময়ের ভেলা, থাকে না কিছুই পড়ে।
অতীতের স্মৃতি চলে আসে আজি, দাঁড়ায় না একটু সরে।
কালো হয়ে ওঠা দিনগুলো সব, জড়পদার্থের সারি।
জন্মের ঋণ যায় না শোধ করা, জীবনটা কেবলই ভারি।
স্তরে স্তরে আটা জীবনের ধাপ, সফলতার উচুঁ শিকড়।
আনমনা মনে বলে ওঠে উঃ...! ব্যথা ধরায় পোকামাকড়।
অসীমের প্রান্তে উচুঁ নীল আকাশ, পাওয়ার আকাক্ষা।
কাঙালি মন কেবলই চায়, নেই তার শঙ্কা...।
দেখতে পাওয়া রঙিন পাখা, ছোটো ছিদ্রের ফাঁকে।
মন বল্‌ তুই আর চাস কী? অপেক্ষা কার ডাকে?
লজ্জা জড়ানো আবরনে আর, বলতে পারে না মুখ...।
নিজেকেই আমি নিজে ঢাকি..! এতে রয়েছে জীবনের সুখ....!।