তুমি থাকোনি। যতদূর চোখ যায়
ততদূর আমি চেয়েছিলাম তোমার
প্রতীক্ষায়; নিয়তির লেখা অগ্রাহ্য
করেছিলাম আমি তোমার অপেক্ষায়।
লাখ-লাখ, শত-শত যুগ পেরিয়েও
আমি পারিনি তোমায় ভুলে থাকতে,
চোরাবালির বালিয়াড়িতে ডুবে গিয়েও
খুঁজেছি তোমাকে; সমুদ্রের গর্জনে
ডেকেছি তোমাকে; হাতড়িয়েছি
অন্ধকারে, তোমার মনের
অতল গহ্বরে চেয়েছি তোমাকে,
শত-শত কঠিন পরীক্ষা পেরিয়েও
তুমি থাকোনি; গেছো তুমি
ছলনা করে। করেছ অনেক খেলা,
দিয়েছ অনেক কষ্ট। বিন্দু বিন্দু
জলকণা দিয়ে হাজার চেষ্টা করেও
তুমি থাকোনি, থাকোনি তুমি!