এক্সরে তে ধরা পড়লোনা বুকের সেই দগদগে ঘা টা,
কোমল হৃদয়ে প্রবঞ্চিতের দহনে যার হয়েছিল সৃষ্টি।


কান্ডজ্ঞানহীন হতভাগ্যের এই মর্মস্পর্শী প্রেমের ফলে
দগ্ধ হই আজও সেই দীপ্তিহীন অগ্নির দহনে পলে পলে।  


পরিহাসকে মনে করেছিলাম প্রেম ; খেলাকে সত্য,
সুখে দুঃখে জীবনকে করেছিলাম অনন্ত মিশ্রিত ।


দিলাম তাই চরম মূল্য হৃদয় নিংড়ানো অশ্রুধারায়,
একদিন কবিরা বর্ণনা করবেন তা অপূর্ব সুষমায়।


নিজেকে বঞ্চিত করলাম সর্ববিধ সুখস্বাচ্ছন্দ থেকে,
বংশের ধারাকে বিলুপ্ত করলাম পীড়িত হৃদয় দিয়ে।


কারুর হৃদয়ে থাকবেনা আমার বেদনার ক্ষীণতম স্মৃতি,
রোগশয্যা তে পাবনা উদ্বেগকাতর হস্তের সুখস্পর্শ।


কপোল থেকে গড়িয়ে পড়বেনা উদ্বেল অশ্রুবিন্দু,
কল্যাণ কামনায় চিত্ত হবেনা কারো উদাস উতল।


তুলসী মঞ্চে কেও জ্বালবেনা কুশল কামনা করে দীপ,
এমনি করেই নিভে যাবে আমার জীবনের প্রদীপ।