অবলম্বন - কবি সমীর প্রামানিক


একা লাগা বা একাকিত্ব মানুষের কমন সিনড্রোম।আমার হয়,আপনার হয়।ঠিক তখনি দরকার হয় একটা অবলম্বন। একটা বয়েসের পরে দরকার হয়ে পড়ে একটা অবলম্বনের।মানুষ স্নেহ চায়,ভালোবাসা চায় যা একটা অবলম্বন।  মানুষ মমতা চায়, দুঃখ পেলে কাঁদবার জায়গা চায়। মৃত্যুশোকে স্বান্তনা চায়--অবলম্বন । দুর্বল মুহূর্তে মানুষ তেমন একজন মানুষ খোঁজে যে পারে কিছু আনন্দের স্পর্শ দিতে-অবলম্বন। লাইফ একটা সাইকল অর্থাৎ ঘুরন্ত চক্র । হেটে চলেছেন অজান্তেই। আপনি যখন উদ্বিগ্ন হয়ে ওঠেন,অবলম্বন খুজে ফেরে আপনার মন।কেউ একজন পাশে থাকলে সেই মুহূর্তে সেটাই অবলম্বন । কবি সমীর প্রামানিক তার 'অবলম্বন' কবিতায় সেই অনুভূতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তার মনের অনুভূতি কবিতার মাধ্যমে জানাবার উদ্দেশ্যে  ব্যাকুল হয়ে লিখে ফেললেন তার অনবদ্য কয়েক লাইনের কবিতা  'অবলম্বন'।


ঈশ্বর যা নির্ধারণ করেছেন তার সঙ্গেই আমাদের ভাগ্য লেখা থাকবে। জীবন এক যুদ্ধের ময়দান। যেখানে প্রতি মুহুর্তে আপনাকে নিজের সাথেই লড়তে হবে। কোনো সময় অবলম্বন ছাড়াই।


'অসহায় অবলম্বন পড়ে থাকে একা... সঙ্গীবিহীন।'


কবিকে সমীর কে জানাই আমার আন্তরিক অভিনন্দন।