ছুটছ তুমি ছুটছি আমি করছি তাড়াতাড়ি,
অফিসেতে যেতে হবে তাইত হুড়োহুড়ি।
ছুটছি মোরা খ্যাপার মত ঘোরে মাথায় চিন্তা,
বড়বাবু রেগে গেলে মাটি যে হয় দিনটা।
ট্রামে বাসে ভিড়ের মাঝে হচ্ছে ঠেলাঠেলি,
ভিড়ের চাপে পড়ে সবাই দিচ্ছে গালাগালি।  
দশটা পাঁচটা কলম চালাই রেজিস্টারে সই,
বড়বাবু যে ডেকে পাঠায় পাঁচটার পরে রই।
সন্ধ্যে ছটায় ছুটি পেয়ে দৌড়ে অবশেষে,
কোনো দিকে না তাকিয়ে উঠি রানিং বাসে।
মিছিলেতে আটকা পরে ফিরতে হলো দেরী,
গিন্নি রেগে ফায়ার হয়ে চলল পাশের বাড়ি।
ঘন্টাখানেক রাগ দেখালো খিদেয় জ্বলে পেটটা,
গোলাপ দিয়ে মানভঞ্জন করলাম আমি শেষটা।


(সুকুমার রায়ের "দাঁড়ে দাঁড়ে দ্রুম্" কবিতা অবলম্বনে রচিত)