স্ত্রীর কাছে স্বামীদের নাজেহাল অবস্থা;
মেয়েদের স্বভাব স্বামীর ভুল ধরা।
পুরুষদের পেছনে লেগে থাকে তারা গোয়েন্দা পুলিশের মতো;
সব স্ত্রীর কাছে স্বামীরা যেন বেচারাম।
স্বামীদের ভুল ও দুর্বলতা ধরতে পারাই তাদের আনন্দ ।
না জানে পুরুষ ঠিকমতো বাজার করতে,
না জানে পুরুষ টাকা জমাতে বা ঠিকভাবে খরচা করতে ।
কারণে অকারণে স্বামীকে বকতে পারলে তারা যেন বেঁচে যায়।
তাদের দুর্বলতা ধরতে পারাই মেয়েদের সাধনা;
ভালোবাসে তারা স্বামীর ওপর প্রভুত্ব করতে ।
তাই স্ত্রীর কাছে স্বামীরা বেচারাম।


(এই কবিতাটি সম্পূর্ণ মজার কবিতা । তাই বিবাহিত মহিলা কবিদের প্রতি অনুরোধ কথাটা খুব হালকা ভাবে নেবেন । আর পুরুষ কবিদের প্রতি অনুরোধ কবিতাটি নিজেদের স্ত্রীদের দেখিয়ে গৃহযুদ্ধ বাঁধাবেন না ।তবে চুপিচুপি একটা কথা বলি এটা কবিতা হলেও সত্যি। কি কবি দাদারা অস্বীকার করতে পারেন ?)