চুম্বনেই মায়ের স্নেহ ভালোবাসা,
চুন্বনেই হয় প্রেম-সম্ভাষণ।
হৃদয়ে আনে মাদকতা,
মানবসভ্যতার শান্তি প্রসবন।


প্রিয়ার ঠোঁটে যেন অমৃত কূপ প্রাণ সুধার,
অধর স্পর্শ করে সরস হয় দিন আমার।
রহস্য সব লুকিয়ে থাকে চুম্বনের মাঝখানে,
তীব্র মিঠে খোশবু ঝরে ভালোবাসার বন্ধনে।


খুশি মাখা চুম্বনেতে রক্ত হয় মদ মধুর,
উন্মুখ সেই চুমোয় যেন বেজে ওঠে বীণার সুর।
প্রেমের শিকল পড়িয়ে চুমু বাঁধতে পারে একটি প্রাণ,
লুকিয়ে থাকে চুম্বনে, সুখ দুঃখের বিহঙ্গম।