জলে মিশে দ্রুত চলে গেল আমার চোখের জল,
তবু যন্ত্রণার মাঝে কিছু কথা থেকে যায়।
স্মৃতিমেদুরতা থেকে বের হয় চাপা গুঞ্জন;
ক্ষতবিক্ষত হয়ে যন্ত্রণার গভীরতা
চড়ায় পরিণত হয়।
অসংখ্য প্রশ্ন আমাকে শুধু দায়ী করে;
মায়াবী স্বপ্নেরা ধেয়ে আসে আমার দিকে,
আগুন জ্বলে দাউ দাউ করে আমার মনের দরজায়।
যন্ত্রনাক্লিস্ট কুঁড়ে ঘরে বেজে ওঠে বেদনার গান,
ঝরে পরে পুষ্পবিথি থেকে দৃঢ় অভিমান।
আর কয়েকটা দিনের অপেক্ষা,
তারপরেই শেষ হয়ে যাবে এই যন্ত্রণার যাত্রাপালা।