প্রথমেই বলে রাখি আমার জ্ঞানের দৌড় মোল্লার বাড়ি থেকে মসজিদের দুরত্বের বেশি হবে না।শুধুমাত্র আমার নিজের ভালো লাগা গত তিনদিনের গুটিকতক কবিতা এখানে প্রকাশ করার বাসনা জাগলো। এটা কোনো রেটিং নয়।আমার আগ্রহ একটাই:-
'কবিতা আমি তোমাকে ভালোবাসি'।
'আসর আমি তোমাকে ভালোবাসি'।


১ )শনিবার ৬/০১/২০১৮
আমার ছেলে- সমীর প্রামাণিক  


http://www.bangla-kobita.com/samir65/amar-chele/


আমার মন্তব্য:
পুরো ব্যাপারটা খুব স্পর্শকাতর কবি সমীর। এর ইংরেজি নাম 'ইউথেনেশিয়া'। এটা একধরণের ইচ্ছামৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়া৷ বহুদিন ধরে গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি, যার সুস্থ হবার আশা নেই, জড় পদার্থের মত বেঁচে আছেন, তাকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে এই  ইউথেনেশিয়া পদ্ধতিটি ব্যবহার করা হতো আইনগত ভাবে।
যাই হোক না কেন, আপনার কবিতার বক্তব্য আপনি অত্যন্ত সুক্ষভাবে দক্ষতার  সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
অভিনন্দন।


২ )রবিবার ৭/০১/২০১৮


সুখী কে? - রঞ্জন গিরি


http://www.bangla-kobita.com/ranjangiri12345/sukhi-ke/


আমার মন্তব্য::
অর্থপূর্ণ বাক্যের গঠন বা সৃষ্টির প্রক্রিয়ায় এই কবিতা সমৃদ্ধ করেছেন।
আপনাকে অভিনন্দন।


সোমবার, জানুয়ারী ৮ , ২০১৮


দেখো তো চেয়ে- শম্পা ঘোষ


http://www.bangla-kobita.com/puspa17/dekho-to-chea/


আমার মন্তব্য :-
কবিতায় পেলাম বাচনশৈলীর নিজস্বতায় অত্যন্ত নান্দনিক শব্দের ব্যবহারে ছন্দের বাহার।
কলম চলুক এরকম সাবলীল ভাবে কোনো জড়তা বা ভীতি না রেখে।
এক রাশ ভালোবাসা।


সোমবার ,জানুয়ারী ৮ , ২০১৮


সময়...এখন - মৌটুসি মিত্র গুহ (কেতকী)


http://www.bangla-kobita.com/moutushi/somoy-akhon/


আমার মন্তব্য :-
আমার বিশ্বাস কোন কবির প্রথম জীবনের কবিতাগুলোতে এমন কিছু থাকে যার প্রেরনায় সে বাকি জীবন কবি হবার বাসনায় যাপন করেন। এই কবিতাটি তারই অন্যতম।
এক রাশ ভালোবাসা রইলো ।


সোমবার, জানুয়ারী ৮ , ২০১৮


গল্পের সমাপ্তি  - সোমালীনিরঝরা(মৃণালিনী)


http://www.bangla-kobita.com/nirjara/galper-samapti/


আমার মন্তব্য :-


এই কবিতায় ফুটে উঠেছে রচনাশৈলী এবং দৃষ্টি ভঙ্গির অপূর্ব স্বমন্বয়।
অবিরত সৌরভ ছড়িয়ে পড়ছে রচনায়।
এক রাশ অভিনন্দন!!