ঘরেতে করোনা এলো ভন -ভনিয়ে,
আমারে বিপদের কথা যায় শুনিয়ে।
আলোতে কোন গগনে লক ডাউনে,
এলো যেন কোভিদ'এর  খবর নিয়ে।
সারাদিন সে ভয়ের খবর শুনিয়ে,
ঘর বন্দি করলো সকল জনে।
কেমনে রহি ঘরে বাইরে যেতে মন যে করে,
তবু যাইনা আমি,  পুলিশ'এর পেদানির ভয়ে।  
এভাবে আর কতদিন সময় কাটে,
ভাবি একলা বসে এই বুঝি ধরলো বাতে ।
কেমনে যে কাটে দিন পাগল লাগে
বেলা যায় মোবাইলে'র জাল বুনিয়ে।
কবে যে আসবে সুদিন আবার ফিরে,
সেই আশাতে দিন যে গুনি ক্ষনে ক্ষনে।
ঘরেতে করোনা এলো ভন ভনিয়ে।