তোমাকে দেখলাম আমি অবিশ্বাস্যভাবে আকাশের পাশে;
পড়েছিলাম আমি ঘুমিয়ে,
তারারা মিশে গেলো আকাশের সাথে,
তোমার হৃদয় মিশে গেলো আমার হৃদয়ের সাথে।
হটাৎ সবকিছু গেলো অদৃশ্য হয়ে।


ধ্বনিবিরহিত গন্ধ-আমোদিত পথে,
আমরা দুজনে পাশাপাশি।
মাঠে ফুটে রয়েছে প্রচুর মরশুমি ফুল,
পুষ্পাভরণের অজস্র কল্পনায় তুমি
তৈরী করলে বর্ণাঢ্য ইন্দ্রজাল।


অন্ধকারে চুপিচুপি দুজনে ছিলাম লুকিয়ে,
হৃদয় হলো উদ্বেলিত, কণ্ঠ হলো ক্ষীণ,
স্তব্ধ সায়াহ্নে ঝুমকা-দোলানো কানের নিকটে
বলতে অভিলাষ হলো কিছু কথা।
যার না আছে কোনো অর্থ, না আছে সঙ্গতি।


চেষ্টা করলাম হারিয়ে যাওয়া সকালটা খুঁজতে,
শতাব্দী ধরে আমরা রয়েছি নিদ্রাহীন,
গোপন করেছি ভালোবাসা।


স্খলিত হলো পদক্ষেপ,
লক্ষ্যচ্যূত হয়ে পেলাম আঘাত,
কেও পারলোনা আমাদের রক্ষা করতে।


ঘুম ভাঙলো পাশের বাড়িতে একটি মেয়ের
হারমোনিয়াম নিয়ে গলা সাধার  শব্দে;
গাইছিলো "সে ছিল আমার স্বপনচারিণী   "।