চারিদিকে বৃষ্টি আর ঝড়;
ঘরবাড়ি ভাঙছে , ভাসছে মূক পশু,
স্বেচ্ছাসেবক যখন সদলবলে
নেমে পড়েছে শহরের রাস্তায় ,
ঠিক তখনি তোমার মনে
জেগে উঠল মিলনের বিলাস ?
তুমি বরং ফিরে যাও তোমার
বিবাহিত প্রেমিকের কাছে।


কামনার কম্পিত শিখা
তোমার কমনীয় দেহে।
কেতকীর গন্ধে দুরন্ত
এই অন্ধকার আমাকে কী ক'রে ছোঁবে ?