ঠাকুমার দেয়া নাম আদরের 'রাখহরি'
নাম পাল্টে রাখলো নাম 'মিস্টার হ্যারি'।
অনিরুদ্ধ হয়ে গেছে 'মিস্টার রুডি'
স্বভাবে সে রুড নয়, খালি একটু মুডি।


'পল্লব ব্যানার্জি' থেকে 'পল ব্যানার',
'প্রবীর চ্যাটার্জী' থেকে 'পিকে চ্যাটার'।
কবিগুরুর নামে নাম 'রবীন্দ্রনাথ ভাট',
মার্কিনি ডাক্তার তাই বদলে 'ডঃ এলিয়ট'।


নিত্যানন্দ যদিও আজ মিস্টার আনন্দ,
গরমেতে ডাবের জল পেলে হয়না মন্দ।
বাইরে যদিও খায় ‘পাস্তা আর ম্যাকারনি’,
পাতে কিন্তু চাই ‘ভাত ডাল তরকারী’ ।


গুজরাট থেকে এলো 'খেমচাঁদ প্যাটেল',
'ফ্রাঙ্ক প্যাটেল' নাম নিয়ে করলো মিরাকেল।
দশটা হোটেলের মালিক আজ ভুরি ভুরি টাকা,
ঘুরে গেলো মার্কিন দেশে ভাগ্যের চাকা।


পুজোর সময় চাইই চাই একটি পূজাবার্ষিকী,
নাহলে জীবন বৃথা, ভেতো বাঙালি মার্কিনি।
সবশেষে চাই কিছু ভালো কবিতার বই,
মুগ ডাল,আলু ভাজা, আর টক-দই ।