নাম ভজহরি মান্না,
আঃ কি দারুন রান্না।
যত খুশি খাননা,
নেই কোনো ভাবনা।
পটলের দোর্মা,
ভেজেটিবল কোর্মা,
শুক্তো ও চর্চরি,
বৃষ্টিতে খিচুরী।
সঙ্গে বেগুনভাজা,
ফুলকপি আলুভাজা।
মাংসের বিরিয়ানী,
স্বাদেতে খানদানি।
শোন তবে বলে নিই,
ডাল আর চাটনি,  
দারুন তা রাঁধে সে,
লেগে থাকে জিভেতে।  
কাতলার মাথা দিয়ে,
রাঁধে মুড়ি ঘন্ট,
খেয়ে যেন মনে হয়
মাছটা জীবন্ত।
শেষে সন্দেশ পানতুয়া,
জিভে আনে মধুর ছোওয়া।
চেখে তার রসনা,
পুরে নাও বাসনা।