(এক)
গুগুল মামা বড় পাজি
দেয় খালি পেছনে কাঠি
লিখি কবিতা করে ঝাড়ি
মামা দিলো মাথায় বারি |  
সেই তো পড়ে গেলাম ধরা
খাওয়া হলোনা তালের বড়া
চক্ষু হলো ছানাবড়া
ঝাঁটা নিয়ে করছে তাড়া |
          (দুই)
ঠাস ঠাস মারে চড় লাগে মোর ভড়কি
ছেড়ে দাও ছেড়ে দাও চোখে লাগে চড়কি |
ভেঙে সব চুরমার গার্ল ফ্রেন্ড কইরে ?
গেলো গেলো সব গেলো তবু সব সইরে |  
কত আশা ভালোবাসা সব কিছু চিন্তা
সবাই নাচে আমায় দেখে ধিন ধিন ধিন তা  |
খারাপ সময়ে মামা মুখ দিলো কুলুপে ,
ভাগ্নে যে আজ আছে জেলখানা মুলুকে |
আশেপাশে কেও নেই ফাঁকা হলো  ময়দান
আমি খাই ডিগবাজি মামা দিলো পিঠটান
আসরের কবিগুলো খালি করে চিৎকার
মানে মানে, চুপে চুপে , কেটে পড়ি এইবার |