কবিতার ছন্দ আমার বড়ো ভালো লাগে ;
মন তাই নেচে ওঠে তারই তালে তালে  ;
কবিতা লিখতে গিয়ে যেন মনে সুর বাজে .
সেই সুর বেজে ওঠে আমার চেতনার মাঝে |
কবিতার ধ্বনি শুনি হৃদয়ের মাঝে ,
মন প্রাণ জুড়ে থাকে মোর সবকাজে |
উতলা এ মন তাই কবিতাকে খোঁজে
ভালোবেসে পাই শান্তি মনের মাঝে |
জাগরণে নিদ্রায় সর্বদা থাকে মনে ,
মাঝে মাঝে দেয় ব্যথা ভাসি অশ্রুজলে |
কবিতা যে দূর করে মোর মনের ক্লান্তি .
হৃদয়েতে এনে দেয় পরম শান্তি ||