প্রেম মোহাবেশ রচনা করে আপন গভীরতায় !
আশ্চর্য মানুষের মন !
ভালোবেসে হয় যে প্রবঞ্চিত ,
তার মনে ক্ষতের মূল রয়ে যায় গভীরে |
অসাবধান মুহূর্তে ছোঁয়া লাগলে
টনটন করে ব্যথায় |
নির্বোধ হতভাগ্যের দল ভুল করে ভালোবেসে
হৃদয়-নিংড়ানো কান্না কাঁদে সারাজীবন |
জীবনটা তো আর কবিতা বা কাব্য নয় ?
সম্পর্ক বিবর্জিত একটা তর্কমাত্র নয় |
এদের বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেন কবিতা ,
শিল্পী অঙ্কন করেন চিত্র |
যে ভালোবেসে করলো বঞ্চনা, ,তারই হলো জিৎ ;
আর ঠুকল সে ,যে উপহাসের পরিবর্তে দিলো
উজাড় করা প্রেম ও ভালোবাসা !!