প্রবাসে থেকে ----------


কাঠালিচাঁপার গন্ধ মনে খেলা করে
কলকাতার ভোরবেলাটা বড্ড মনে পড়ে |


প্রথম ট্রামের ধ্বনি হৃদয়ে সুর গড়ে
শৈশবের স্মৃতি আজ বেদনাতে ভরে |


ঘুড়ি ওড়ানোর দিনটি পাবোনাকো ফিরে
প্রবাসের অভিমান আজ মন উদাস করে |


হৃদয় জুড়ে পড়ে আছে গভীর শুন্যতা
মেঘ যেন থমকে গেছে শুধু নীরবতা |


ভালো লাগতো ইডেনে নৌকাতে ভাসতে
জানালাতে দাঁড়িয়ে উদাসী বিকেল দেখতে |


ভালো লাগতো সারারাত রবিশঙ্কর শুনতে
শেষ রাতে বন্ধুর সাথে হেঁটে বাড়ি ফিরতে |


কলকাতা তোমায় আমি দেখিনি কতকাল
বুকের ভেতরে গজিয়েছে আগাছা ও জঞ্জাল |


ভালো লাগেনা আমার আর কোনো কিছু
মনে হয় ছুটে যাই ফেলে সব কিছু |