তোমার চোখে দেখেছি আমি
'বনলতা সেন' এর মতো মহুয়ার দৃষ্টি ,
চাঁদকে মানালে হার
বিধাতার তুমি অপরূপ সৃষ্টি |
দেখেছি নিবিড় করে
কত ব্যথা ভ'রে আছে ঐ দুটি চোখে ,
মন মোর ভ'রে গেছে এক অজানা আলোকে |
শ্যামলী বনের শ্যামলিমা দিয়ে
বিধাতা গড়েছে তোমা
কপালের টিপ্ কাজল নয়নে
যেন জোৎস্না সমা |
ঘুম ঘুম চাঁদ ঝরায় মন
মন ভরে গানে গানে ,
তাহারি পরশ স্বপ্নের মতো
লেগেছে আমার প্রাণে |
দেখেছি ভীরু মাধুরীর মায়া
তোমার আদুরে দুটি চোখে ,
লাজুক তোমার মৃদু হাসি
ঝরে পরে চাপা ঠোঁটে |
অধরের তিলটুকু সত্যি লাগে বড়ো মিষ্টি
খরা মরু হৃদয়ে দিও তুমি একরাশ বৃষ্টি ||