কান পেতে শুনেছ কখনো বধিরের কান্না ?
যে কথা অকথিত থেকে যায়
সেই শব্দ শোনা যায় অশ্রুতে নীরবে


চোখের অশ্রু ,হৃদয়ের কান্না ও ব্যথা ,
ব্যখ্যা করতে পারেনা বধির
শুধু শোনা যায় তার নীরবতার শব্দে |


নির্বোধ মন ও আত্মা
শুধু কেঁদে চলে নীরবে |


তাই তার প্রত্যাশী মন চায়
শুধু একটু সুখস্পর্শ
অল্প স্নেহের হাত |


এটা কি তার মূঢ় আবেগ ?


অনুভূতি কথা বলেনা
শুধু একটু স্বান্তনা পেতে চায়
চায় একটু প্রেম একটু ভালোবাসা |