(কবিগুরুকে স্মরণ করে এই আসরের আমার শততম কবিতাটি তাঁরই চরণে নিবেদন করলাম)


আধুনিক কবিদের করে জ্বালাতন
দাড়িমুখো একজন রবির কিরণ !
এহেন কবির সাথে হটাৎ দেখা,
মিউজিক স্টোরে ঘোরে একা একা !
কবিগুরুর নাম শুনে গিয়েছিলো ক্ষেপে
চারিদিক দেখে শুনে ধাঁধা লাগে চোখে !
লজ্জিত হয়ে সে করলো অঙ্গীকার ,
যেদিকে তাকাই দেখি  রবির ভান্ডার !
লুকিয়ে কেন বন্ধু সিডির দোকানে ?
ভক্ত সে নাকি কবিগুরুর গানে !


গান,কবিতা,সুর আর ছন্দ ,
সবকিছুতে পাবে নির্মল আনন্দ !
নিয়ে যাও ঝুলি ভরে প্রীতি উপহার ,
মন ভালো করে নাও যেমন দরকার!!


আদিত্য অংশু'র মতো তোমার বিচ্ছুরিত প্রতিভা
চরণে নিবেদন করি আমার শততম কবিতা !!!