কবিতায় নয় গল্পেও  নয়,
নয় কোনো স্বপ্ন ঘুমে ,
শয্যা সঙ্গিনী হবে 'বেলা' আমার
শীততাপনিয়ন্ত্রিত ঘরে ?


যৌবনের এই উচ্ছলতায়
উড়িয়ে দেব আকাশে ঘুড়ি
গড়ের মাঠে খাবো হাওয়া
উষ্ণ চুম্বন করবো চুরি!


জিন খাবো আর হুইস্কি খাবো
বেডে কাটাবো রাত
মুরগি আর ফ্রায়েড রাইস
খাবো না সাদা ভাত !


দিনের শেষে যাবো ঘরে
বেডে হবো আমরা বন্য
সঙ্গম শেষে ক্লান্ত হলে পর
জানি হবে যে সব শূন্য !


তাই বলে ভেবোনা তুমি আমি লম্পট
লিখে দিতে পারি ভালোবাসায়
স্থাবর অস্থাবর যা আছে
আমার যা আছে কিছু সম্পদ !


ভালোবাসার কোনো ভাষা নেই !
উত্তপ্ত রাতের সেই কাহিনী আঁকা থাকবে
এক প্রগাঢ় দীর্ঘশ্বাসে
আরো একবার কিছু দেখবে বলে !