ভালোবাসা কাকে বলে দেখে যাও!  ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ "দানা মাঝি" নামক এক দরিদ্র অথচ হৃদয়ে মহান ব্যক্তিত্ব! দীর্ঘ রোগযন্ত্রণা ভোগ করে দানা মাঝি র স্ত্রী স্বর্গলাভ করলেন ২৬,৮,২০১৬ উড়িষ্যা র কালাহান্ডি জেলার হাসপাতালে! কান্নায় ভেঙে পড়লো দানা মাঝি !তার বারো বছরের শিশু কন্যা র চোখের জল নিথর নীরব ! কেও কেন কোনো সাহায্যের হাত বাড়ালোনা জানা নেই ! দানা মাঝি তার স্ত্রী কে এতো ভালো বাসতো যে সে ঠিক করলো তার স্ত্রীর শব সে কাঁধে করে নিয়ে যাবে তার নিজের গ্রামে যা হাসপাতাল থেকে ৬০ কিমি দূরে ! এইভাবে ১২ কিমি  হাঁটার পরে এক সাংবাদিকের তৎপরতায় অ্যাম্বুলেন্স আসে ও বাকি পথ অতিক্রম করে ! কতখানি ভালোবাসা থাকলে একজন এরকম দানবিক পরিশ্রম করতে পারে ? (আমার আজকের এই কবিতা তাই মহান হৃদয় দানা মাঝি ,তার শিশু কন্যা ও তার স্বর্গীয়া স্ত্রী কে উৎসর্গ করলাম) !



কবিতা আর গানেই কি লেখা থাকবে ভালোবাসার কথা ?
ক্রন্দনরতা মেয়েকে নিয়ে স্ত্রীর শব কাঁধে নিয়ে
হেটে চলে 'দানা মাঝি' বারো কিমি পথ
তবে কি জানব এটাই মৃত মানবিকতা ?
পথের ধারে দেখে গেলো সব লোক
কেন তাদের স্পর্শ করলোনা কোনো শোক ?
কেউ ভালোবেসে কিনে দেয় স্ত্রীকে লক্ষ টাকার হীরের কানের দুল
'দানা মাঝি' হেটে চলে ভালোবেসে স্ত্রীর শবদেহ নিয়ে বহুদূর !
মেয়ের চোখের জল নিথর নীরব,
'দানা মাঝি' হেটে চলে কাঁধে নিয়ে শব !
ভালোবাসা কাকে বলে জেনে যাও
দানা মাঝির কাছে শিখে নাও !
মানুষের জীবন হলো একটি ফুল,
আর ভালবাসা হলো মধু স্বরূপ !
ভালবাসা দিয়েই কেবল বোঝা যায় কত সে যে দামি
এভাবেই ভালবাসার ঋণ পরিশোধ করলো দানা মাঝি !