কবি গাজি শেখ ফরিদ ১৬-১২/২০১৭ এ প্রকাশিত 'কোবি ও কোবিতা'র রেশ টেনে এই আসরের গুণীজনের কাছ থেকে কিছু কৌতূহল নিবারণের ইচ্ছা প্রকাশ করলাম। অনুগ্রহ করে এর প্রকৃত ব্যখ্যা পেলে বানানের যৌক্তিকতা সম্বন্ধে সন্দেহের অবকাশ ঘটাতে পারবো ।
ধন্যবাদ।


সম্পূর্ণ কবিতাটি পড়ে যাতে আপনাদের মূল্যবান মন্তব্য প্রদান করতে পারেন তাঁর জন্যে কবিতাটি এখানে তুলে ধরলাম :-
কোবি ও কোবিতা.....
- গাজি শেখ ফরিদ
শুনো কোবিতা-
তোমায় বোলছি
আর কখনো ভুলবোনা তোমার ছন্দ
তোমার জন্য কোরবোনা আর মনের দরজা বন্ধ
শুনো কোবিতা-
তোমায় বোলছি
শুনবোনা অমি তোমার নামে লোকে বলা সব মন্দ
সত্যি কোবিতা তোমার প্রেমে কোবিযে আজ অন্ধ
শুনো কোবিতা-
তোমায় বোলছি
চিরোকাল আমার কানে বাজবে তোমার হাঁসির শব্দ
তোমায় কোবিতা যে ভাবেই হোক হৃদয়ে কোরবো বদ্ধ
শুনো কোবিতা-
তোমায় বোলছি
তুমি চাইলে কোরবো উজাড় দেহ প্রাণ
কেননা তোমার কোবিতার জলে কোরেছি আমি স্নান
শুনো কোবিতা-
তোমায় বোলছি
তুমি কী শুনোনি লোকে বলে আমায় পাগল তোমার জোন্য
আমিতো ভাবি আমার পাগলামি কোরেছে আমায় ধোণ্য
শুনো কোবিতা-
তোমায় বোলছি
সোত্যি আমি পোড়েছি তোমার মায়াবী চোখের প্রেমে
চোখ বোলছে থেকোনা কোবি এমন সময় থেমে
শুনো কোবিতা-
তোমায় বোলছি
তোমার রুপে দেখেছি আমি মহাপৃথিবীর সৃষ্টি
আজেকে তোমার রুপ লাবন্য কেঁড়েছে আমার দৃষ্টি
শুনো কোবিতা-
তোমায় বোলছি
তোমার অঙ্গে পেয়েছি আমি সোনালী আদর কত
তোমার অঙ্গে থাকবে মিশে আমার কোবিতা শত


ঠিক একই প্রশ্ন আমি কবিকে করেছিলাম।
তার উত্তরে তিনি যা লিখেছেন আপনাদের সামনে তুলে ধরলাম।


গাজি শেখ ফরিদ ১৬/১২/২০১৭, ০০:০৩ মি:
সঠিক মন্তব্যের জোন্য ধোন্যবাদ
শব্দের পরের বর্ণে ই,উ,ঋ থাকলে প্রোথম বর্ণের অ এর উচ্চারণ ও হয়
গহিন--গোহিন
কবি---কোবি


সবাই ভালো থাকুন।