আজ কবিতার পাতাটি খুলে "আজ যাদের জন্মদিন" কলমে  krishna prasad ghorai এর ছবিটি দেখে শুধু অবাক হলাম না, মানসিকভাবে অত্যন্ত মর্মাহত হলাম। ছবিটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও সারদা মায়ের ছবি দুটোকে প্রোফাইলে ওভারল্যাপ করে দেখানো হয়েছে। আমার যতদূর মনে পড়ে কয়েকমাস আগে এডমিন যখন এই ওয়েবসাইটে অনেক পরিবর্তন এনে আপগ্রেড করেছিলেন এবং তাতে একটি সুস্পষ্ট নির্দেশ ছিল যে প্রোফাইলে নিজের ছবি দিতে হবে, অন্য কোনো ছবি দেয়া চলবেনা। তাই যদি হয় তাহলে , যার যা খুশি ছবি এখানে প্রকাশ হয়  কিভাবে?    


এডমিন কে তাই একান্ত অনুরোধ এ ব্যাপারে কিছু একটা প্রক্রিয়া চালু করুন যাতে করে এধরণের রসিকতাকে পশ্রয় না দেয়া হয় । আসরকে আরো বেশি সুন্দর করার মানসিকতা নিয়েই আমার এ নিবেদন।


ধন্যবাদ।