নির্জনতায় জেগে থাকি প্রিয়ার অপেক্ষায়,
শিউলি ফুলের সুবাসেতে মনটা ভ'রে যায়।
প্রিয়া আমার এলো বলে ঝড়িসনা এক্ষুনি,
তারই প্রতীক্ষাতে যে প্রহর আমি গুনি।
শিশিরভেজা ঘাসের ওপর ঝরা শিউলি ফুল,
তাই দিয়ে বানিয়েছি ঝুমকো লতার দুল।
ভোরবেলাতে তোকে দেখি কেমন যেন উন্মনা,
ফিরতে কেন এতো ব্যাকুল নয়নে তোর হিমকণা।
নিজেকে বিলিয়ে দিস তাতেই তোর সুখ,
শুভ্রতা আর স্নিগ্ধতায় মিষ্টি যে তোর মুখ।
শরতের সন্ধ্যা সকাল ছড়িয়ে দিস সুবাস,
তোকে নিয়ে লিখলো তাই রবি,নজরুল, কালিদাস।