সকালে উঠিয়া কবিতার পাতা খুলি,
মনটা ভরে যায় পড়ে মন্তব্য গুলি !
আদেশ করেন যাহা সিনিয়ার কবি,
বানান ভুল ঠিক করে সেইভাবে চলি!
আসরের কবিদের বড় ভালোবাসি,
সবাইকে নিয়ে আমি চলি মিলেমিশি!
এভাবে চলে আমার সকালের খেলা,
কবিতা পাঠেতে আমি নাহি করি হেলা!
পাঠ শেষ হলে পরে মন্তব্য দিই সুখে,
মিছে মন্তব্য আমার নাহি আসে মুখে!
লেখা পোস্ট করার সময় সাবধানে থাকি,
শব্দে ও ছন্দে যেন নাহি হয় ফাঁকি !
ঝগড়া করবোনা আমি কবিদের সনে,
এই পণ করি আমি সকালে মনে মনে!