ঘন ছায়াচ্ছন্ন পথ,
মেঘ কুয়াশার শহর কার্শিয়াং!
সবুজের ওপর রোদের লুকোচুরি ঝিলমিল,
শেষ বেলার রোদে ঝরে পড়ে স্নিগ্ধ হাসি!
সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার বিকিরণ,
মনে শিহরণ জাগিয়ে তোলে তার আলোক ছটা!
আকাশের কোল থেকে যেন সবুজের বন্যা নেমে আসে!
বৃহদাকার বনস্পতির পাতার ফাঁক দিয়ে  
শতধারায় ঝরে পড়ে সকালের আলো!
ভোরের সেই রৌদ্রস্নান
করতো আমার মনকে স্নিগ্ধ সুন্দর!
হটাৎ কোনো এক রজনীতে
বনস্পতির তাণ্ডব নৃত্য শুরু হয়ে
তছনছ করে দিয়ে যেত আমার প্রাণের শহর!
আবার কখনো কোনো নির্জন রাতে
ভেসে আসতো পাহাড়িয়া সুর!
লীলাময় হয়ে প্রাণের মর্মে এসে লাগতো!
মন তখন ডুবে যেত সুরের শব্দের তালে!


এইভাবে বয়ে চলে স্মৃতির বেদনা
হাতছানি দিয়ে ডাকে পাহাড়িয়া ঝর্ণা !!