টাইম ক্যাপসুলে লুকিয়ে থাকে ---
কবির অন্তর, কবির বাহির, কবির প্রত্যাশা;
কবিতাযাপনকে ছুঁয়ে যায় ---
বুকের গভীরে বিচিত্রধারার অনুভূতি;
কবিতাই প্রেম, কবিতাই প্রাণশক্তি, কবিতাই উচ্ছলতা,
কবিতার ফল্গুধারার অন্তঃসলিলা।
অন্তর যখন আক্রান্ত হয় বাহির থেকে,
তখন অনুভব উপচে পড়ে কথার ধারায়।
তুচ্ছতম ঘাসফুলটিও হয়ে যায় আনন্দের উপকরণ।
বুকের ভেতর ঢুকে যায় নতুন স্বপ্নের বীজ;
ভালোবাসার তীব্রতা হয়ে ওঠে কখনো কামনা কুটিল,
কবিতায় ফুটে ওঠে তখন স্পর্শকাতরতা।
একের পর এক জন্ম নিতে থাকে কবিতা!