আমার ঘরের একলা শ্বাসে,
ছোট্ট একটা বেলা-
রোদের ফালি এসে হাসে;
করে ভবের খেলা ।

হৃদ মাঝারে সেথা ফিরে চলে,
বাঁধা না থাকার মেলা-
সকাল হলেই সূর্যি মেলে;
কিরণমালার ভেলা।

সন্ধ্যা তারায় আঁধার রাতে,
জ্যোৎস্না ধরার পালা-
অবাক চোখে স্বপন মাতে;
সূর্য চাঁদের খেলা।

আলো আঁধারের এই খেলাতে,
মুগ্ধ এ মন গভীরে ভাসে-
এগিয়ে চলি ভবো মেলাতে;
সোনালী ঊষার সাথে।